কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭

কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জন।

তাদের নাম মুস্তাকিম (২২), আবু সাইদ (১৭) ও আবদুর রাজ্জাক(৪৫)।

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, চিকিৎসাধীন থাকা মুস্তাকিম ভোর সাড়ে ৬টায় ও সাড়ে ৯টায় রাজ্জাক মারা যান। তারা দুজনই লাইফ সাপোর্টে ছিলেন। মুস্তাকিমের শরীরের ২০ শতাংশ ও রাজ্জাকের শতভাগ দগ্ধ ছিলো। এছাড়া সাড়ে ১২টার দিকে আবু সাঈদ মারা যান

তিনি আরও জানান, আইসিইউতে এখন আরও ৭জন ভর্তি আছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এ ছাড়া ৮জন ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি আছেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৭টায় ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান অপর অগ্নিদগ্ধ মো. আসাদ (১৪)।

গত বুধবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ঘটনাস্থলে আর ১৬ জন হাসপাতালে মারা যান।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত আলম ও রাজ্জাকের ছোট ভাই মো. জাহাঙ্গীর বাদী হয়ে কারখানা মালিক মো. নজরুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ১০-১২জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *