চরকি কার্নিভ্যালে আজ জমকালো নানা আয়োজন!

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘চরকি’ এখন জনপ্রিয় একটি নাম। গত ১৩ জুলাই তাদের আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ হয়েছে। আর সেই আনন্দ ভাগাভাগি করে নিতেই আজ শনিবার সন্ধ্যায় জমকালো তারার মেলার আয়োজন করছে চরকি পরিবার।

‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামের এ অনুষ্ঠানের আসর বসবে ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে। এই কার্নিভ্যালে চমক হিসেবে থাকছে অভিনয়শিল্পীদের অ্যাওয়ার্ডের ব্যবস্থা।

এতে অংশ নেবেন একঝাঁক অভিনয়শিল্পী। একাধিক তারকার চোখধাঁধানো পরিবেশনাও থাকবে অনুষ্ঠানে। তবে কোন তারকা কী ধরনের পারফরম্যান্স করবেন, সে সম্পর্কে আগেই কিছু জানাতে চাচ্ছে না চরকি কর্তৃপক্ষ।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোট ১৭টি বিভাগে অভিনয়শিল্পী আর কলাকুশলীদের পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে রয়েছেন সাবিলা নূর ও ইয়াশ রোহান।

চরকিতে প্রচারিত ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও গানের সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, চিত্রগ্রাহকসহ সব কলাকুশলীকে সম্মাননা ও উৎসাহ প্রদানের জন্যই এই অ্যাওয়ার্ডের আয়োজন করছে চরকি কর্তৃপক্ষ।

অল্প সময়ে চলচ্চিত্র, সিরিজ, গান দিয়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি অর্জন করেছে দর্শক গ্রহণযোগ্যতা। চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি জানান, পুরো অনুষ্ঠানটি খুব শিগগিরই চরকিতে মুক্তি দেয়া হবে দর্শকের জন্য।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *