রাউজানের উত্তর গুজরা সেনবাড়ি জাগৃতি সংঘের উদ্যোগে সর্বজনীন শারদীয় দুর্গা পূজা কমিটির আয়োজনে শতবর্ষীয় শ্রীশ্রী রাধামাধব স্মৃতি দুর্গা মন্দিরে বিজয়া পুনর্মিলনী, সংগীতাঞ্জলি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৫ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয়েছে।
পূজা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য বাবুল সেনের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা, স্মৃতিচারণ ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রিয়ালিটি শো আরটিভি টফি স্টার সার্চ এর চ্যাম্পিয়ন কণ্ঠ শিল্পী মহিমা দেব ত্রয়ী। সংস্কৃতি ব্যক্তিত্ত্ব যীশু সেন ও সুজিত সেন চুনকুলু এর যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পূজা কমিটির সাধারণ সম্পাদক রাস বিহারি সেন সিকু।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক পংকজ সেন। বক্তব্য রাখেন অর্থ সম্পাদক প্রকৌশলী সুমন সেন, সপু দাশ, মিলন সেন, অপু দাশ, রাজন সেন, পল্টু বিশ্বাস, রূপম সেন প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম- তারাপদ সেন ও তার দল, দ্বিতীয়- সঞ্জয় সেন ও তার দল ও তৃতীয়- সৌরভ সেন রিমন ও তার দল।
মন্দির প্রতিষ্ঠাতার সভাপতি দীপক সেনসহ বর্তমান ও পূর্বের সভাপতি সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদককে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply