সাতকানিয়ায় ইয়াবাসহ তিনজন গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় ৬ হাজার ৫ শত পিছ ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশনবিহীন পিকআপ জব্দ করা হয়। আজ ৮ অক্টোবর (শনিবার) দিনের শুরুতে উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরদিঘীর বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো — কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চরনদ্বীপ চারালিয়াপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে মো. মিজবাহ উদ্দিন (২২),

একই উপজেলার ৩ নং ওয়ার্ড বুড়িপুকুর এলাকার শামসুল আলমের ছেলে মো. রহুল কাদের (২১) ও টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকার মো. রশিদের ছেলে মো. ফারুক (২২)।

অভিযানে নেতৃত্ব দেওয়া সাতকানিয়া থানায় কর্মরত এসআই মো. মমিন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় লোক মাদক পরিবহন করছেন জানতে পেরে

উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তল্লাশি চৌকি স্থাপন করি। এসময় একটি রেজিষ্ট্রেশনবিহীন পিকআপ থেকে ৫ হাজার পিছ ইয়াবা ও ২ জন মাদক কারবারি এবং

একটি যাত্রীবাহি বাস থেকে ১ হাজার ৫ শত পিছ ইয়াবা ও ১ জন মাদক কারবারিসহ মোট ৬ হাজার ৫ শত পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

২৪ ঘণ্টা / জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *