অমিত শাহকে রক্ত দিয়ে চিঠি নারী শুটারের

নিজের রক্ত দিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন দেশটির আন্তর্জাতিক শুটার বর্তিকা সিং। তিনি চিঠিতে দাবি করেন, নির্ভয়ার ধর্ষণকারীদের নিজ হাতে ফাঁসি দেবেন। সেই সুযোগটি করে দিতে।

তিনি চিঠিতে লেখেন, ‘এই দেশে একটি বার্তা পৌঁছবে যে মহিলারাও ফাঁসি দিতে পারেন। এতে সমাজে পরিবর্তন আসবে এবং মহিলাদের উপরে বাড়তে থাকা অপরাধেও লাগাম টানা যাবে।’

নির্ভয়া মামলায় আসামিদের ফাঁসি দেওয়ার বিষয়ে ১৮ ডিসেম্বর দিল্লি হাইকোর্টে শুনানি হবে। আসামিরা হলেন- পবন, মুকেশ, অক্ষয় এবং বিনয়।

নির্ভয়ার মা জানান, ফাঁসি থেকে বাঁচতে ওই চারজন আসামি সমস্ত চেষ্টাই করছে। তার আশা ১৮ ডিসেম্বর হাইকোর্ট শেষ রায় জানাবে এবং মৃত্যুদণ্ড তাড়াতাড়ি দেওয়া হবে।

এদিকে ফাঁসির ভয়ে ইতোমধ্যেই খাওয়া ছেড়ে দিয়েছেন ৪ সাজাপ্রাপ্ত আসামি। তাদের সমস্ত গতিবিধির উপরেই নজর রাখা হচ্ছে। জেলের আধিকারিকরাও তাদের সঙ্গে কথা বলছেন। দিনে দুবার তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তিহার জেলে গত কয়েক দিন ধরেই ফাঁসির মহড়াও চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *