রাউজানে পথশিশুদের জন্য স্থায়ী বিদ্যাপীঠ গড়ে তোলা হবে: ফারাজ করিম চৌধুরী

নেজাম উদ্দিন রানা, রাউজান : রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র জ্যেষ্ঠ সন্তান রাউজানের উদীয়মান সমাজসেবক ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী বলেছেন, “শিশুদের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরী করা আমাদের সকলের দায়িত্ব।

আগামীর প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে অবহেলিত ও পিছিয়ে পড়া শিশুদের দিকে সকলের দৃষ্টি দেওয়া প্রয়োজন। রাউজানে পথশিশুদের জন্য স্থায়ী বিদ্যাপীঠ তৈরী করা হবে।”

তিনি রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের মুন্সির ঘাটায় সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে গঠিত উদ্দীপ্ত তরুণ বিদ্যাপীঠ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় পথশিশুদের সাথে আনন্দমুখর সময় কাটান সাংসদপুত্র।

সাংসদপুত্রের সাথে এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন এর নির্বাহী সদস্য সুমন দে, উদ্দীপ্ত তরুণ এর প্রধান পৃষ্ঠপোষক দীপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, উদ্দীপ্ত তরুণ এর সভাপতি মোহাম্মদ রবিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ তাসিম, জয় বর্ধন,, মঈন, হিমু, মারফ, আরিফ, সাকিব, সাগর, জোনায়েদ, আশরাফুল, মহিত, সাজিদ, আবির, মহিম, নিলয়, দীপ্ত, সোহাব, হানিফ, হামিম, মোরশেদ, বাবু, হামিম, আজম, পল্লব, পাপ্পু প্রমুখ।

পরে বিদ্যাপীঠে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন ফারাজ করিম চৌধুরী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *