চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের প্রভাব পড়েছে হাটহাজারীতে

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে বিভিন্ন উপজেলা হতে প্রতিনিধিত্ব করার জন্য মহিলা ও পুরুষ প্রার্থীরা ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ শুরু করে দিয়েছে। তারই অংশ হিসেবে চট্টগ্রামের সুনামধন্য উপজেলা হাটহাজারী হতে পুরুষ সদস্য প্রার্থী ও সংরক্ষিত মহিলা সহ এক ডজন প্রার্থী ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

জেলা পরিষদ নির্বাচনে ইতোমধ্যে প্রভাব পড়েছে সমগ্র হাটহাজারীতেও প্রার্থীদের বিরামহীন নিরব প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে।

পোস্টার ব্যানার চেয়ে গেছে সমগ্র হাটহাজারীর আনাচে-কানাচে। হাটাজারীর প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন রয়েছে সাবেক বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও।

হাটহাজারী থেকে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে ভোট প্রদান করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার সহ সংরক্ষিত মহিলা মেম্বারগণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১,২,৩,৭,৮, ওয়ার্ডের কাউন্সিলরগণ।

ইতোমধ্যে জেলা পরিষদের নির্বাচনে হাটহাজারী থেকে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের এখন রাতের ঘুম হারাম করে ভোটারদের কাছে ধরানা দিচ্ছে। যার ফলে প্রার্থীদের কাছে ভোটারদের মূল্য এখন তোলা তোলা হয়ে উঠেছে। বিভিন্ন প্রার্থীরা ভোটারদেরকে এখন ম্যানেজ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর, নাঙ্গলমোড়া, গুমানমরদন, ছিপাতলী, গড়দুয়ারা, ফতেপুর, শিকারপুর, চিকনদন্ডী, উত্তর মাদারশা, দক্ষিণ মাদারশা, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ,

সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১, ২, ৩, ৭, ৮ নং এই পাঁচটি ওয়ার্ডের জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান সহ সর্বমোট ১’শ ৯২টি ভোট রয়েছে বলে জানা যায়। এ সব জনপ্রতিনিধীগণ তাদের স্ব স্ব উপজেলার প্রার্থীদেরকে তারা নিজেরাই ভোট প্রদান করবে।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে হাটহাজারী থেকে পুরুষ সদস্য পদে ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন মোট ১২ জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তার মধ্যে মহিলা হতে একজন ও পুরুষ হতে একজন মোট ২জন নির্বাচিত হবেন। এ ১২ জন সদস্যদের ভোট প্রদান করবেন ১’শ ৯২ জন ভোটাররা। ১’শ ৯২ জন ভোটারদের ভোট প্রদানের মাধ্যমে একজন পুরুষ একজন মহিলা প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

আর যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন। পুরুষ সদস্য আলহাজ্ব জাফর আহমেদ, আলী আব্রাহা দুলাল, মনজুর হোসেন চৌধুরী মাসুদ, গোলাম মোস্তফা, আবু আলম, আলমগীর জামান, নুরুল আবছার, সেলিমউদ্দীন, এজাহার মিঞা।

সংরক্ষিত মহিলা প্রার্থীরা হলেন (দুই) নং (হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান) দিলুয়ারা ইউচুপ, এড: জোবাইদা সরোয়ার নিপা,

এড: উম্মে হাবিবা। হাটহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ সহ সাধারণ জনগণের এখন নজর রয়েছে চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচনের দিকে কে হবেন জেলা পরিষদের সদস্য তা নিয়ে প্রহর গুনছে এখন অনেকেই।

এ নির্বাচনে শুরু হয়েছে ভোটারদের নানান হিসাব নিকাশ কে পরিচ্ছন্ন রাজনীতিবিদ তাও উঠে এসেছে আলোচনায়। কাকে ভোট প্রদান করলে এলাকার কাজ হবে তাও হিসাব নিকাশে আসছে।

২৪ ঘণ্টা / জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *