বিয়ের ১৫ দিনের মাথায় নববধূকে গলা কেটে হত্যা

চট্টগ্রামে বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় নিজ ঘরে এক নববধূর গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম সুরমা ইসলাম মীম(২০)।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে নগরীর বন্দর এলাকা থেকে ওই নববধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে মিমের স্বামী মো. জাবেদ পলাতক রয়েছেন।

নিহত সুরমা ও জাবেদ চট্টগ্রাম বন্দর আবাসিক এলাকার ইস্ট কলোনির পি-ব্লকে এক কর্মকর্তার বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। তার স্বামীর বাড়ি ঝালকাঠিতে। তিনি পেশায় কনটেইনারবাহী লরিচালক।

স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, চলতি মাসের ১ ডিসেম্বর জাবেদ ও সুরমা আদালতে গিয়ে বিয়ে করেন। তাদের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হতো। এর জের ধরে রাতে সুরমাকে হত্যা করে তার স্বামী পলাতক থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি জানান,সুরমাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বঁটি উদ্ধার করা হয়েছে। বন্দর পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া কাজ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *