মহিউদ্দিন চৌধুরীর কবরে খোরশেদ আলম সুজনের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরই দীর্ঘদিনের সহযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তিনি আজ রবিবার(১৫ ডিসেম্বর) সকালে ষোলশহরস্থ চশমা হিল মসজিদ কবরস্থানে এবিএম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মোঃ আবু তাহের, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াছ, রশীদ আহমদ চৌধুরী, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মোঃ হোসেন, নুরুল কবির, শেখ মামুনুর রশীদ, মোঃ সাহেদ বশর, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ওয়াসিম, আবুল কালাম আবু, শেখ মহিউদ্দিন বাবু, মোঃ ইদ্রিস, মনিরুল হক মুন্না, মোঃ হাসনাত প্রমূখ।

দোয়া মোনাজাত শেষে জনাব সুজন এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনের সাথে তার বাসভবনে দেখা করেন এবং সেখানে কিছু সময় অতিবাহিত করেন।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *