জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট ভারতের

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এতদিন জাতিসংঘে ভোটাভুটি থেকে কার্যত বিরত থেকেছে ভারত। এবার তারা রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল।

কয়েকদিন আগেই পূর্ব ইউক্রেনের লুহানস্ক, দনেৎস্ক, খেরসন ও ঝাপোরিজ্ঝিয়াকে তাদের অংশ বলে ঘোষণা করেছে রাশিয়া। সেই ঘোষণাকে ‘বেআইনি’ ঘোষণা করে জাতিসংঘের সাধারণ পরিষদে নিন্দাপ্রস্তাব আনা হয়েছিল। রাশিয়ার দাবি ছিল, এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি গোপন ব্যালটে হোক। খোলাখুলি ভোট যেন না হয়। এই দাবি নিয়েই ভোটাভুটি হয়। সেখানে ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়।

ভারত ছাড়া আরো ১০৬টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে। ৩৯টি দেশ ভোটদানে বিরত ছিল। তার মধ্যে রাশিয়া ও চীনও আছে। অর্থাৎ, রাশিয়া নিজেও নিজের আনা প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি। মাত্র ১৩টি দেশ রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে।

নিরাপত্তা পরিষদে ভেটো

নিরাপত্তা পরিষদ প্রথমে বিষয়টি নিয়ে ভোটাভুটির উদ্যোগ নেয়া। রাশিয়ার ভেটোর জন্য সেখানে আর ভোটাভুটি হয়নি। ভারত সেখানে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদে বিষয়টি আসে। সেই প্রস্তাবে বলা হয়েছে, রাশিয়া যেন ওই চারটি এলাকা থেকে পিছনে সরে যায়। কোনো দেশ যেন এই অঞ্চলগুলিকে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি না দেয়। এই প্রস্তাব নিয়েই রাশিয়া গোপন ভোটের দাবি করেছিল। তা খারিজ হয়ে গিয়েছে। এবার সেই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে।

জাতিসংঘে ভারত রাশিয়ার প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি ভারত তাদের অবস্থান বদল করছে? নাকি, ভারত যে টাইটরোপ ওয়াক করছে এটা তারই একটা উদাহরণ?

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *