চট্টগ্রামের সাতকানিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ এনে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নুসরাত জাহান নামে এক মেয়ে। অপরদিকে মেয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন নুরুল ইসলাম খোকন নামে এক ব্যক্তি। গত মঙ্গলবার (১১ অক্টোবর) উপজেলার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নুরুল ইসলাম খোকন উপজেলার পুরানগড় ইউপির ৬নং ওয়ার্ড ধলিয়ার গোট্টা এলাকার বদিউর রহমানের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে মেয়ে নুসরাত জাহান বলেন, আমার বাবা নুরুল ইসলাম খোকন একজন খারাপ, মাদকাসক্ত ও মামলাবাজ মানুষ। আমার মায়ের সাথে বিয়ের কিছুদিনের মধ্যে আমাকে গর্ভাবস্থায় রেখে মাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়।
পরবর্তীতে অমি পৃথীবিতে ভূমিষ্ট হওয়ার পর থেকে অদ্যাবধি পিতার কোন দায়িত্ব তিনি পালন করেননি। আমাকে পড়াশুনা করিয়েছেন এবং আমার বিবাহের জন্য টাকা জোগাড় থেকে সবকিছুই আমার মা করেছেন।
কিন্তু বিয়ের সময় সামাজিক দায়বদ্ধতা থেকে আমার মা আমার বাবাকে ডাকেন এবং মেয়ের বাবার যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমার বাবা আমার বিয়ের জন্য জমানো টাকা চেয়ে বসেন আমার মায়ের কাছ থেকে।
টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমার স্বামী, ভাশুর ও আরো ৪/৫ জনকে আসামি করে মামলা করেন। যেই মামলায় তারা ১৭ দিন বিনাদোষে হাজতবাস করেন।
নুসরাত আরো বলেন, হাজতবাস পরবর্তী তারা আমার বাবার কাছে মামলার কারণ জানতে চাইলে তিনি আমার স্বামী, ভাশুর থেকে ৫ লাখ টাকা দাবি করেন। এবং বলেন, যদি টাকা দেওয়া হয় তাহলে মামলা উঠিয়ে নিবে।
কিন্তু তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদেরকে পরবর্তী আরো দুইটি মামলায় জড়িয়ে দেওয়া হয়।
তবে এসব বিষয় অস্বীকার করে নুরুল ইসলাম খোকন বলেন, মেয়ের বিয়ের বয়স যথাযথ না হওয়াতে আমি অবৈধ কাবিন করতে বাঁধা দিয়েছি।
যার ফলে তারা রাগান্বিত হয়ে মেয়ের মায়ের যোগসাজশে আমার আরেক স্ত্রীর এক ছোট মেয়েকে অপহরণ করেছিল। এ বিষয়ে লোহাগাড়া থানায় তৎকালীন একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ যখন অপহরণের প্রমাণ পায় তখন তাদেরকে গ্রেফতার করে।
তারা যে বাকি মামলার কথা বলছে সেসবের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। বরং তারা আমাকে বিভিন্ন সময় হয়রানি করেছে এবং মামলা দিয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়ের যেন ভবিষ্যতে কোন সমস্যা না হয় সে বিষয় মাথায় রেখে আমি আইনানুসারে কাজ করতে চেয়েছি। এবং তাদেরকে ডেকে বলেছি বৈধ কাগজপত্র তৈরি করতে।
কিন্তু তারা তা না করে উল্টো টাকা চেয়েছি বলে কথা ছড়াচ্ছে। তারা এসব মেয়ের মায়ের যোগসাজশে করছে। মেয়ের মা হচ্ছে মারাত্মক খারাপ প্রকৃতির মেয়ে এবং আমাকে হয়রানি করতেই মূলত তার এসব কর্মকান্ড।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply