চট্টগ্রামের রাউজানে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল শিমলা নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী। আজ ১৩ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের এন এস কমিউনিটি সেন্টারে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এই বাল্য বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার। বর ও কনে দুইজন উপজেলার পূর্বগুজরা ইউনিয়নে। জানা যায়, দশম শ্রেণীর শিক্ষার্থী শিমলা আক্তারের সাথে একই এলাকার মোরশেদুল আলমের বিবাহের আয়োজন চলছিল কমিউনিটি সেন্টারে।
খবরটি শুনে বিয়ের অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে বর মো. মোরশেদুল আলমকে বিশ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার জানান, মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার সংবাদ পেয়ে তৎক্ষনাত স্থানীয় পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহম্মদকে সাথে নিয়ে আমরা কমিউনিটি সেন্টােও ছুটে যাই।
বিবাহ বন্ধ করে দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে অভিভাবক থেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে।
বিবাহের বর ভবিষ্যতে আর কোন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করবে না মর্মে মুচলেখা দেন।
২৪ ঘণ্টা /জেআর
Leave a Reply