২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে এক নির্মাণ শ্রমিক। আজ ১৫ ডিসেম্বর রবিবার সকাল ৯টার সময় দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধ নির্মাণ শ্রমিকের নাম মো. লিমন (২২)। তিনি ময়মনসিংহ জেলার এলাট নগর এলাকার আজিজুল হকের ছেলে।
তথ্যটি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, রবিবার সকালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ আহত লিমনকে চমেক হাসপাতালে আনা হয়।
হাসপাতালের চিকিৎসকের বরাতে আলাউদ্দিন জানায়, দগ্ধ শ্রমিক লিমনের শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে আশংকাজনক অবস্থায় হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply