গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় ভ্যানগাড়ীর চার আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, ‘আজ শনিবার সকালে গাজীপুরের চন্দনা চৌরাস্তা থেকে একটু উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি ভ্যানগাড়িতে ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের নাম পরিচয় জানা জায়নি।’
তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাসটি আটক করে ডাম্পিং করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এন-কে
Leave a Reply