ঋণ জটিলতায় বাবলু ও ফরম পুরণে ত্রুটি হওয়ায় উত্তমের মনোনয়নপত্র বাতিল

জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু

২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে অংশ নিতে ৮ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

যাচাই বাচাইয়ে দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাছাইকালে জাপা নেতা জিয়াউদ্দিন বাবলুসহ দুইজনের মনোনয়নপত্র বাতিল করার হয়েছে বলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংক ঋণ জটিলতায় জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমদ বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি একজনের ব্যাংক ঋণের গ্যারেন্টার ছিলেন।

নির্বাচনী নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের এক সপ্তাহ আগে ঋণ পরিশোধ করতে হয়। কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই ঋণ পরিশোধ করেছেন।

এছাড়া উপ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন ফরমে যথাযথ তথ্য প্রদান না করায় এবং এতে ত্রুটি থাকায় গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরীর মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে বলে তিনি জানান।

এ আসনে টানা দ্বিতীয় মেয়াদে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল চলতি বছরের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করলে আসনটি শূণ্য হয়ে যায়।

গত ১২ ডিসেম্বর ছিল বোয়ালখালী-চাঁদগাও-পাঁচলাইশ (চট্টগ্রাম-৮) এ আসনের মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। রবিবার ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *