চট্টগ্রামে করোনায় শনাক্ত ৬

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় কিছুটা কমেছে করোনা শনাক্ত। এদিন আরও ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৯ হাজার ৩১৯ জনে। শনাক্তের হার ৬ দশমিক ৭৪ শতাংশ। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।

আজ ১৬ অক্টোবর, রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এর আগে শনিবার ২৩ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। সেদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১১ দশমিক ১৪ শতাংশ।

রবিবার (১৬ অক্টোবর) সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৬জনই নগরীর বাসিন্দা।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইডিআইডি ল্যাবে ৩ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে ২ জন, ল্যাব এইডে একজনের করোনা শনাক্ত হয়।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *