জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করার জন্য জাতীয় পর্যায়ে দেশ সেরা হয়েছে জুঁইদন্ডী ইউনিয়ন। স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ও স্বীকৃতি প্রদান করেছেন।
আজ ১৬ অক্টোবর (রোববার) দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ হাতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের দেশ সেরার ক্রেস্ট ও সনদ তুলে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নুর তাপস, উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিস বলেন, আমি নির্বাচিত হয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মহোদয়ের নির্দেশে জুঁইদন্ডী ইউনিয়নের সব পর্যায়ে উন্নয়নের দিনরাত কাজ করে যাচ্ছি।
ইউএনও’র নেতৃত্বে পরিষদের ইউপি সদস্য, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ সহ সম্মিলিতভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজের স্বীকৃতি পেয়ে আমি সত্যি আনন্দিত। এ সম্মান আমি আমার ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply