মরহুম জাফর আহমেদ স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চট্টগ্রামের সিআরবিতে প্রথম বারের মত মরহুম জাফর আহমেদ স্মৃতি স্মরণে দিবা—রাত্রি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গত ১৪ অক্টোবর (শুক্রবার) রাত ৯টায় গোয়ালপাড়া মাঠে জাবেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মিন্টু আহমেদ।

প্রধান অতিথি ছিলেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য রিটু দাশ বাবলু, বিশেষ অতিথি ছিলেন ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খান।

উদ্বোধন করার পূর্বে মরহুম জাফর আহমেদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রধান অতিথি সলিমুল্লাহ বাচ্চু বলেন, মরহুম জাফর আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রমাণ করে দিয়েছে মানুষের মধ্যে ফুটবলের প্রতি এখনো ভালোবাসা রয়েছে।

এলাকা থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য রিটু দাশ বাবলু আরো বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই।

আর পাড়া-মহল্লার ছোট ছোট খেলার মাধ্যমে ফুটবল খেলার গৌরব ফিরে আসবে। অনেক ভালো খেলোয়াড় এই মাঠ থেকে উঠে জাতীয় দলে সুযোগ পাবেন।

উদ্বোধনী খেলায় দ্যা ফেস অব ফেয়ার ১-০ গোলে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ স্মৃতি সংসদ কে পরাজিত করে। এ টুর্নামেন্টে ২৮টি দল অংশগ্রহণ করেন। খেলা শেষে আগত অতিথিরা বিজয়ী দলের গোল দাতা ইমন কে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেন।

২৪ ঘণ্টা / জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *