পাকিস্তানের উপনির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের জয় মিলেছে। আট আসনের ছয়টিতেই জয় পেয়েছে পিটিআই। এর মধ্যদিয়ে আবারও ক্ষমতায় আসার আভাস মিলছে।
চলতি বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানজুড়ে সমাবেশ করছেন তিনি। সব কর্মসূচিতেই অংশ নেন বিপুল মানুষ।
ইমরান খানের অভিযোগ, বিদেশি ষড়যন্ত্রে ক্ষমতা থেকে সরানো হয়েছে তাকে। বর্তমান ক্ষমতাসীন জোটকে আমদানি করা সরকার বলেও আখ্যায়িত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে পাকিস্তানজুড়ে যে সংযোগ চালিয়েছেন তার ফল পেতে শুরু করেছেন ইমরান খান। রোববার দেশটির জাতীয় পরিষদের ৮টি আসনের উপনির্বাচনে ৬টিতেই জয় পেয়েছেন পিটিআই প্রধান।
একইদিন পাঞ্জাব প্রদেশের তিনটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুটিতে জয় পায় পিটিআই। এর আগে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে পাকিস্তানের পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের উপ-নির্বাচনেও বড় জয় পেয়েছিল পিটিআই। এ ছাড়া গত ১৭ জুলাই পাঞ্জাবের আরেক উপনির্বাচনেও ২০টি আসনের ১৫টিতেই জয়লাভ করে ইমরান খানের দল।
দেশটির রাজনৈতিক বিশ্লেকরা বলছেন, আগাম নির্বাচনের দাবিতে ইমরান খান যে আন্দোলন করে আসছেন উপনির্বাচনের এই জয় সেই দাবি আরো জোরালো করবে। এতে বড় ধরনের চাপের মুখে পড়বে শাহবাজ সরকার।
এন-কে
Leave a Reply