বোয়ালখালীতে ফের লোকালয়ে আসা হাতির কবলে পড়ে কৃষক নিহত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ফের লোকালয়ে আসা হাতির কবলে পড়ে নিহত হয়েছেন রূপন দাশ নামের এক কৃষক।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের সূর্যব্রত বিলে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক রুপন দাশ(৪২) একই এলাকার যতীন্দ্র দাশের ছেলে। তিনি ১ ছেলে ও ১ মেয়ের রয়েছে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করার সময় হাতির কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান রূপন দাশ। তাঁর স্ত্রী’র আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি মো.ইউনুচ আজম খোকন জানান, গত একমাস ধরে পাহাড় থেকে লোকালয়ে হাতির পাল প্রায় প্রতিদিনই নেমে এসে ক্ষয়ক্ষতি করছে। গত এক সপ্তাহে ঘরবাড়ি ভাঙ্গচুর, ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে বন্য হাতির দল।

এর আগে গত ২৪ নভেম্বর লোকালয়ে আসা বন্য হাতির আক্রমণে ৩ জন নিহত হয়েছিলেন। তাদের মৃত্যুতে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *