আনোয়ারা প্রতিনিধি : প্রতি বছরই আসে ১৬ ডিসেম্বর, আসে বিজয়ের দিন। রাত১২টা হতে আবারও ‘বিজয় কেতন উড়ল’ দেশজুড়ে।
বিজয়ের রঙে রাঙিয়ে দেশব্যাপী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ৪৮তম মহান বিজয় দিবস।
৩০ লাখ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়ের এই দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার নতুন করে বজ্রকঠিন শপথ নিয়েছে বীর বাঙালি, শিশু-কিশোর, তরুণ-যুবকের কণ্ঠে-গানে গানে ধ্বনিত-প্রতিধ্বনিত হয়েছে ‘জয় বাংলা, বাংলার জয়।
এই মহান দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে পুষ্পপ্রদান করেছেন আনোয়ারা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
একইসঙ্গে ৩০ লক্ষাধিক শহীদের আত্মত্যাগ এবং সাংবাদিকসহ শহীদ বুদ্ধিজীবীদের জন্য মহান রবের কাছে র্সবোচ্চ র্মযাদা কামনা করনে।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি জিএসএস টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আব্দুরনূর চৈধূরী, আনোয়ারা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মু: রফিকুল ইসলাম, আনোয়ারা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ ও
দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার প্রতিনিধি এস,এম,সালাহ্উদ্দীন, অর্থ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মু:বদরুল হক, প্রেসক্লাবের সদস্য দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মুহাম্মদ ফরহাদুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি মুহাম্মদ জাবেদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply