চট্টগ্রামের সরকারি সিটি কলেজে যথাযোগ্য আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে কলেজ চত্বর থেকে একটি আনন্দ র্যালি নিউমার্কেট চত্বর ঘুরে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর শেখ রাসেল ডিজিটাল ল্যাব মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উদ্বোধন করা হয়।
রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত।
এসময় অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, শিক্ষক ক্লাব সম্পাদক, মোহাম্মদ গোলাম মহিউদ্দিন,
শিক্ষক পরিষদ সম্পাদক আজম মুহাম্মদ আনোয়ার সাদাত, ছাত্রনেতা আশিষ সরকার নয়ন এবং মোহাম্মদ আলী মিঠু প্রমুখ।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply