বারাকা আল্লাহ ফাউন্ডেশন’র কোরআন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বারাকা-আল্লাহ ফাউন্ডেশনের সভাপতি আয়েশা সিদ্দিকা হেলালীর পরিচালনায়, ফাউন্ডেশনের সদস্যদের সহযোগীতায় এতিম ছাত্রদের কোরআন শরীফ, কাপড় ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ১৯ অক্টোবর (বুধবার) মা-ফাতেমাতুজ জোহরা এতিমখানা ও হেফজখানা মাদ্রাসার সকল ছাত্রদের মাঝে এসব কোরআন শরীফ, ক্রীড়া সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়।

এসময় ফাউন্ডেশনের সভাপতি আয়েশা সিদ্দিকা হেলালীর সাথে ছাত্ররা একান্ত আলাপনে তাদের বিভিন্ন সমস্যার কথা জানান এবং ছাত্রদের সব সমস্যা সমাধান করবে বলে আশ্বাস দেন তিনি।

যাদের কঠোর পরিশ্রম ও অর্থ-সহায়তা করেন তারা হলেন : আফনান বিনতে ইমরান, আফরোজা আফরোজ, আকলিমা আকতার, আশরিফা আয়াত, দীনের পথে যাত্রা, ফারহানা আকতার জুলি,

ফারিয়া রহমান মিম, রিজু, ইসমাত জাহান, মানছুরা জান্নাত, মিফতাহুল জান্নাত, সারমিন আকতার, সিদ্দিকা হেলালী, সুমাইয়া, সুবহান শায়েরী, তানযিনা আকতার সুমী,

আমাতুল্লাহ আরাফাহ, আশাবাদী, ফাতেমা আকতার, ক্ষণিকের মুসাফির, নুসরাত জাহান মোহনা, সাইমা রহমান মুক্তা, ঐশি আকতার, সাদিয়া বিনতে মালেক, সাইমা বিনতে আলম, সুমাইয়া প্রমুখ।

২৪ ঘণ্টা / জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *