চট্টগ্রামের সাতকানিয়ায় ১ হাজার ৩’শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা ও দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনগত রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া সদর ইউপির ঠাকুরদিঘী স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং ৫নং ক্যাম্পের আব্দুর শুক্কুরের ছেলে মো. জুনায়েদ (২১), একই উপজেলার বরবিল কচুবুইন্যা এলাকার মৃত আব্দুল লতিফের মেয়ে নুরজাহান বেগম (৫৫) ও
মৃত আব্দুর রহিমের মেয়ে সাবিনা ইয়াসমিন (২০)। এসময় তাদের কাছ থেকে পৃথকভাবে ১ হাজার ৩’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দয করা হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply