বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে চিন্তিত নন শ্রীরাম

উদ্বোধনী জুটি নিয়ে তেমন চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। তাই ওপেনিংয়ের ভাবনা ছেড়ে বাংলাদেশকে শুধুমাত্র একটি দল হিসেবে দেখার পরামর্শ দিলেন এই ভারতীয় কোচ।

আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠ থেকে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শ্রীধরন শ্রীরাম।

সাংবাদিকদের সামনে শ্রীরাম বলেছেন, ‘কেন শুধুমাত্র বাংলাদেশের উদ্বোধনী জুটি নিয়ে ভাবা হয়? আমাদের সবসময় বাংলাদেশকে একটি দল হিসেবে দেখা উচিৎ। টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে ফিক্সড ব্যাটিং অর্ডার বলে কিছু নেই। ওপেনিং নিয়ে এত ভাবনার কোনো কারণ নেই।’

বরং বাংলাদেশের মিডল অর্ডার বা ম্যাচের পরের অংশে জোর দেওয়া উচিত বলে মনে করেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘আমাদের ম্যাচের দ্বিতীয় ১০ ওভারের ব্যাটিং এবং বোলিং নিয়ে ভাবতে হবে। আর যখনই আমরা এভাবে ভেবে দল হিসেবে খেলতে পারব তখনই খেলোয়াড়রা নিজেদের ভালোভাবে বুঝতে পারবে। এটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ওপেনিং জুটি নিয়ে শ্রীরাম আরও বলেন, ‘প্রায় প্রতিটি ম্যাচেই ৬ ওভারে আমরা ৪০ রান পাচ্ছি, সুতরাং কেন ওপেনিং নিয়ে এত ভাবা হচ্ছে? এটা আমার নিজেরই প্রশ্ন। নিউজিল্যান্ডে গড়ে ৪০ রান করে আমরা পেয়েছি প্রথম ৬ ওভারে। আমার মনে হয়, আমরা ওপেনিংয়ের দিকে বেশি নজর দিয়ে ফেলছি।’

এ ছাড়া নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। কিন্তু শ্রীরামের মুখে উল্টো সুর। সমালোচনা নয় বরং শান্তকে প্রশংসায় ভাসালেন তিনি, ‘সে অনেক ভালো খেলোয়াড়, তার হাতে মার রয়েছে। সে প্রতিনিয়ত শিখছে, নিজের ভুল-ত্রুটি শুধরে নিচ্ছে। আমি মনে করি সে যেভাবে বিভিন্ন কন্ডিশনে খেলছে, বিভিন্ন বোলারকে মোকাবিলা করছে এগুলো তার জন্য অনেক শিক্ষণীয় বিষয়। আমরা প্রতিনিয়ত তার সাথে কথা বলে যাচ্ছি কীভাবে উন্নতি করা যায় এসব বিষয় নিয়ে।’

মুস্তাফিজের বিষয়েও শ্রীরাম কথা বলেছেন। তিনি জানান, ‘মুস্তাফিজ নেটে অনেক ভালো কাজ করছে। দুর্দান্ত ডেলিভারি করতে পারছে। আমরা তাকে পর্যালোচনা করে যাচ্ছি, তার বোলিং কৌশল কিংবা স্লোয়ার নিয়ে সে উন্নতি করছে।’

প্রসঙ্গত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের উদ্বোধনী জুটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এখনো চলছে। কদিন আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও বাংলাদেশের উদ্বোধনী জুটির পরীক্ষা চলেছে। কিন্তু উদ্বোধনী জুটি নিয়ে এখনো স্থির অবস্থানে আসতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে। আপাতত দেশের মানুষের সেদিকেই অপেক্ষার নজর। মূল লড়াইয়ের আগে ব্রিসবেনে আরো একদিন প্রস্তুতি সেরে ওভালের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ ক্রিকেট দল।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *