নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে বাস পোড়ানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রবিবার বিকেলের ঘটনার একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। যাতে দাবি করা হচ্ছে, শিক্ষার্থীরা নয়, বাস পুড়িয়েছে পুলিশ নিজেই।
এদিকে একই দাবি করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। টুইটার বার্তায় বাস পোড়ানোর একাধিক ছবি প্রকাশ করে মনীশ সিসোদিয়ার অভিযোগ, ‘নোংরা রাজনীতির অংশ হিসেবে পুলিশকে দিয়ে এমন কর্মকাণ্ড ঘটিয়েছে বিজেপি সরকার। ’
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের ভেতর সাদা ও হলুদ ক্যানে করে পেট্রোল ঢালছে পুলিশ ও সাদা পোশাকধারী লোক। এরপরে বাসগুলো জ্বলে উঠে।
সিসোদিয়া জানান, ‘বাসের ভেতরে পুলিশ সাদা ও হলুদ ক্যান করে কী ঢালছিল তার নিরপেক্ষ তদন্ত করা উচিত। ’
যদিও নয়াদিল্লি পুলিশ দাবি করে, ক্যানের ভেতরে পেট্রোল নয় পানি ছিল। আগুন নেভাতে তারা বাসের ভেতরে পানি ঢালছিল।
তবে বাসে আগুন ধরার আগেই এর ভেতরে পানি ঢালা নিয়ে পুলিশের এমন বক্তব্যও সমালোচিত হয়েছে।
পুলিশের অভিযোগ, বাসে আগুন ধরিয়েছে জামেয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যদিও মিল্লিয়ার ছাত্র সংসদ জানায়, তাদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তাদের আন্দোলনে যোগ দিয়েছিল বাইরের অনেক মানুষও।
এদিকে রাতে মিল্লিয়ার ভেতরে অভিযান চালিয়েছে পুলিশ। কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা, ভাংচুর চালায় চালায় পুলিশ। এতে অন্তত ১০০ শিক্ষার্থী আহত হয়েছে।
Closeup of Delhi Police pouring petrol inside the buses. They set these buses on fire and then falsely blamed Jamia students of violence and vandalism.
Dear @BDUTT watch the scene of blowing buses, an open agenda of RSS hindutva terrorists.#JamiaMilia https://t.co/MNXvMITGJA
— گل مرشد (@gulemurshid) December 16, 2019
Leave a Reply