দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১৩৯ জন। এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪১৩ জন মারা গেছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, দেশে ২২ অক্টোবর সকাল ৮টা থেকে ২৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছে ৪৪৪ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছে ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *