এবার ঢাকাই সিনেমার শুটিং আকাশে, বাজেট ৪ কোটি

এফডিসির প্রযোজনায় ‘আকাশ যোদ্ধা’ শিরোনামে নতুন একটি সিনেমা নির্মাণ করছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। বীর উত্তম শামসুল আলমের জীবনী নিয়ে নির্মিত হবে এই সিনেমা, যিনি ১৯৭১ সালে ‘অপারেশন কিলো ফ্লাইট’র পাইলট ছিলেন।

আগামী বছরের জানুয়ারি থেকে সিনেমাটির শুট শুরু হবে। বড় স্কেলে নির্মাণ হতে যাওয়া এ ছবির বাজেট প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছেন নির্মাতা।

২০২১-২২ অর্থবছরে এফডিসির উদ্যোগে নির্মাণ হতে যাওয়া ‘আকাশ যোদ্ধা’ ৭০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মেইন স্কয়ার করপোরেশন, মোশন পিপল ও থ্রি হুইলার্স লিমিটেড কোম্পানি।

সিনেমাটি প্রসঙ্গে দীপনের ভাষ্য, ‘গল্পের প্রেক্ষাপটটি ১৯৭১ সালের আগস্ট থেকে শুরু করে ৩ ডিসেম্বর পর্যন্ত। স্ক্রিনের শেষ ২৫ মিনিট পুরোটাই আকাশের দৃশ্য। তাই অনেক অংশের শুটিং হবে আকাশে। যদিও এটাতে রিস্ক আছে, তবে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি কাজটা। এতে দেশের শিল্পীরাই অভিনয় করবেন।’

২০২৩ সালের কোরবানির ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন নির্মাতা।

এদিকে, দীপংকর দীপন সাইবার দুনিয়া নিয়ে নির্মাণ করবেন ‘অন্তর্জাল’ সিনেমা। নতুন বছরের মার্চ-এপ্রিলে সিনেমাটি মুক্তি পাবে; যেখানে অভিনয় করেছেন সিয়াম, মিম, সুনেরাহ, এবিএম সুমন, মাশরুর, অমিত সিনহা প্রমুখ।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *