পাহাড় ধসের আশঙ্কায় সীতাকুণ্ডে প্রশাসনের মাইকিং

সীতাকুণ্ড প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় ছোট ছোট পাহাড় ধসের আশংকা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারি বর্ষণ শুরু হলে সীতাকুণ্ড পাহাড় ধস হতে পারে। এ আশংকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বার বার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন।

উপজেলার বিভিন্ন পাহাড়ে পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার জন্য সচেতন করার লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করছে সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।

সোমবার সকাল থেকে উপজেলার সীতাকুণ্ডর সোনাইছড়ি ও জঙ্গল সলিমপুর পাহাড় এলাকায় পাহাড়ের আশপাশের ঝুঁকিপূর্ণ বসতবাড়ির জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়। সীতাকুণ্ড পাহাড়ের ছোট ছোট টিলায় ও ঢালুতে প্রায় ২০ হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করে। এরা বিভিন্ন সময়ে লোকজন পাহাড় কেটে বসতি স্থাপন করেছে। এখন এদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম বলেন, সীতাকুণ্ড পাহাড়ের ছোট ছোট টিলায় ও ঢালুতে প্রায় ২০ হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করে। এরা বিভিন্ন সময়ে লোকজন পাহাড় কেটে বসতি স্থাপন করেছে। পাহাড়ে পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার জন্য সচেতন করার লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *