চট্টগ্রামের রাউজানের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ওস্তাজুল ওলামা ছুফিয়ে আহলে সুন্নাত আল্লামা ছৈয়দুল হক শাহ্ প্রকাশ ছুপি সাহেব (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদরাসার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ.) উদযাপন উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ অক্টোবর (রোববার) বাদে মাগরিব মাজার প্রাঙ্গনে আয়োজিত মিলাদ মাহফিলে উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আজিজুল হক আল কাদেরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক আলহাজ্ব মাওলানা ড. মোহাম্মদ আব্দুল মাবুদ।
বিশেষ অতিথি ছিলেন দরবারে ছৈয়্যদিয়ার শাহজাদা আলহাজ্ব আহমুদুল হক, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, শিক্ষানুরাগী নাছির উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, ইউপি সদস্য লোকমান হোসেন, প্রবাসী মোহাম্মদ রহিম।
মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলকাদেরীর সঞ্চালনায় আলোচক ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ ফোরকান আল কাদেরী, মাদ্রাসার মুদাররিস মাওলানা জাফর আহমদ মানিকী, মাওলানা সৈয়্যদ শাহিদুল আমিন মুরাদ আলকাদেরী, মাওলানা জমির উদ্দিন রেজভী, বায়তুস সালাত জামে মসজিদের খতিব মাওলানা নেজাম উদ্দিন আলকাদেরী।
উপস্থিত ছিলেন সার্ভেয়ার কবির আহমদ, শফিউল আলম, ইতিহাস৭১ টিভি প্রতিনিধি নুরুল আলম খোকন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মুফতি আজিজুল হক আল কাদেরী। মিলাদ ক্বিয়াম ও মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হয়।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply