সীতাকুণ্ড প্রতিনিধি: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরের প্রবল জোয়ারে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ভেসে এসেছে আনুমানিক ৭ মাস বয়সী অজ্ঞাত এক কন্যা শিশুর মৃতদেহ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের আছোয়া শিপ ইয়ার্ড থেকে লাশটি উদ্ধার করে গাউছিয়া কমিটির মানবিক টিম।
জানা যায়, সকালে শ্রমিকরা ইয়ার্ডে কাজ করার সময় লোহার প্লেটের উপর এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে। সাগরের প্রবল জোয়ারে শিশুর মৃতদেহটি ইয়ার্ডের ভিতর চলে আসে বলে জানান শ্রমিকরা।
খবর পেয়ে মামুনুর রশিদের নেতৃত্ব ভাটিয়ারী ইউনিয়ন গাউছিয়া কমিটির টিম মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিরা নৌপুলিশের এস আই মাহবুব।
তিনি বলেন, ‘শিপইয়ার্ডের দারোয়ান একটি শিশুর মরদেহ জোয়ারের পানিতে ভেসে আসতে দেখে আমাদের জানান। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়।
Leave a Reply