দীর্ঘ ছয় পর ব্যাট হাতে ফিরে কয়েক ম্যাচ খেলতে না খেলতেই আবারো ব্যাট-গ্লাভস তুলে রাখতে হচ্ছে তামিমকে। প্রচণ্ড জ্বর নিয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দল ও বিপিএলে ঢাকা প্লাটুনের এই বাঁহাতি ওপেনার।
ঢাকা পর্ব শেষ করে তামিমকে ছাড়াই বন্দরনগরীতে এসেছে ঢাকা। দলটির ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানান, “চট্টগ্রামে প্রথম ম্যাচে হয়তো তামিমকে পাওয়া যাবে না। প্রচণ্ড জ্বর নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছে।”
উল্লেখ্য, ঢাকা পর্বের প্রথম ম্যাচে রান না পেলেও শেষ দুই ম্যাচে ৭৪ ও ৩১ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তামিম। কিন্তু এরই মধ্যে জ্বরের কারনে ছিটকে পড়তে হলো তাকে।
চট্টগ্রাম পর্বে মাশরাফী বিন মোর্ত্তজার দল ঢাকা প্লাটুনের প্রথম ম্যাচ আগামী বুধবার। মাহমুদউল্লাহ রিয়াদদের বিপক্ষে এ ম্যাচে তামিমের খেলার সম্ভাবনা নেই সেটি নিশ্চিত। তবে পরের ম্যাচে ফিরতে পারবেন কি সেটা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
Leave a Reply