উয়েফা ইউরোপা লীগের শেষ ৩২ এর ড্র অনুষ্ঠিত

এবারের উয়েফা ইউরোপা লীগের শেষ ৩২ এর ড্র অনুষ্ঠিত হয়েছে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে চ্যাম্পিয়ন্স লীগের গ্ৰুপ পর্ব থেকে বিদায় নেওয়া সকল দলই।

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার ২০১৯-২০ মৌসুমের ইউরোপা লিগের নকআউট পর্বের ড্র হয়। নেদারল্যান্ডের আয়াক্সের মুখোমুখি হবে গেটাফে, আর্সেনালের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যানচেস্টার ইউনাইটেড সামনে পেয়েছে ক্লাব ব্রুগকে।

দেখুন ইউরোপা লীগের শেষ ৩২এ কে কার মুখোমুখি

উলভস-এস্পানিয়ল
স্পোর্টিং লিসবন-ইস্তানবুল বেসিকসের
গেটাফে-আয়াক্স
বেয়ার লেভারকুসেন-পোর্তো
এফসি কোপেনহেগেন-সেল্টিক
এপয়েল-বাসেল
ক্লুজ-সেভিয়া
অলিম্পিয়াকোস-আর্সেনাল
আলকামার-লাস্ক
ক্লাব ব্রুগ-ম্যান ইউ
লুদোগরেটস-ইন্টার মিলান
ফ্রাঙ্কফুর্ট-সালজবুর্গ
শাখতার দোনেটসক-বেনফিকা
উলফসবুর্গ-মালমো
রোমা-গেন্ট
রেঞ্জার্স-বার্গা

আগামী ২০ ফেব্রুয়ারি হবে প্রথম লেগের খেলা। দ্বিতীয় লেগ হবে ২৭ ফেব্রুয়ারি। শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে একই মাসের ২৮ ফেব্রুয়ারি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *