সীতাকুণ্ড প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দী লায়ন মোঃ আসলাম চৌধুরী’র বড় ভাই এবং সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক, উত্তর জেলা কৃষক দলের সাবেক সভাপতি ইছহাক কাদের চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে হার্ট ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি উপজেলার ফৌজদারহাট জলিল গেইট এলাকা মরহুম গোলাম হোসেন চৌধুরীর প্রথম পুত্র।
এদিকে ইসহাক কাদের চৌধুরীর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলম ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, যুগ্ম সম্পাদক আসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার, উপজেলা বিএনপির আহবায়ক কাজি মহিউদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী, জহুরুল আলমসহ সীতাকুণ্ড উপজেলার বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল গভীর শোক প্রকাশ করেছেন।
বাদ এশা নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।
Leave a Reply