মামলা থেকে অব্যাহতি পেলেন নেইমার

বিশ্বকাপের জন্য জীবন দিতে চান নেইমার

কাতারের ফুটবল বিশ্বকাপের অপেক্ষা কমে এক মাসের নিচে চলে এসেছে। এমন সময়েই বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স নয় নেইমারের সামনে ছিল মামলা, জেল, জরিমানাসহ বেশ বাজে রকমের সমস্যা। অবশেষে বিশ্বকাপের ২২ দিন আগে এসব ঘিরে বিশাল বড় ধরনের সুসংবাদ পেলেন ব্রাজিল এবং প্যারিস সেইন্ট জার্মেইর তারকা ফুটবলার নেইমার।

স্পেনের আদালতে নেইমারের বিরুদ্ধে কর ফাঁকি, প্রতারণা ও দুর্নীতির যত মামলা করা হয়েছিল, সবকিছু থেকে মুক্তি মিলেছে এই ব্রাজিলিয়ান তারকার। ২৮ অক্টোবর শুক্রবার ৩০ বছর বয়সী নেইমার ও অন্য আট জনের বিরুদ্ধে আনা সব অভিযোগকে মিথ্যা দাবি করে প্রত্যাহার করা হয়েছে। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ইংরেজি গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনটিতে জানানো হয়েছে, ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোষ থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। সেই সময় প্রতারণার আশ্রয় নিয়ে কাতালান ক্লাবটি চুক্তির অঙ্ক কম দেখিয়েছে। আর সেটি দেখিয়ে কর ফাঁকি দিয়েছিলেন নেইমার।

মূলত ২০১৩ সালে নেইমার বার্সায় যোগ দিলেও দুই পক্ষের মধ্যে চুক্তি ২০১১ সালেই হয় বলে জানিয়েছে কাতালান ক্লাবটি। যে চুক্তির অর্থ ৫৭.১ মিলিয়ন ইউরো দাবি করেছিল বার্সা। যার ৪০ মিলিয়ন ইউরো নেইমারের পরিবার এবং বাকি অর্থ পায় সান্তোষ। তবে নেইমারের মধ্যে আনা মামলায় বলা হয়, এই অর্থ আরও বেশি ছিল। যা থেকে কম করে হলেও ৮.৫ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে।

এই মামলার প্রেক্ষিতে নেইমার, তার বাবা ও বার্সার সেই সময়কার প্রেসিডেন্টের দুই বছরের কারাদণ্ড চাওয়া হয়। এরসঙ্গে জরিমানা হিসেবে ১০ মিলিয়ন ইউরোও দাবি করা হয়।

কাতার বিশ্বকাপের আগে এই বিষয় আবারও নেইমারের সামনে চলে আসে। এই জন্য গত ১৬ অক্টোবর পিএসজি তারকা নেইমার আদালতে হাজিরাও দেন। যেখানে তিনি জানান, তিনি চুক্তির বিষয়ে কিছুই জানেন না। তার বাবার আদেশ মতে তিনি কেবল চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। সবকিছুর যুক্তি প্রমাণ শেষে সেই মিথ্যা মামলা থেকে মুক্তি মিলেছে নেইমারের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *