সালতানাত অব ওমানে গত ২৮ অক্টোবর (শুক্রবার) মো. গণি (২৭) নামের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। বিকেল ৫:০১ মি. সময়ে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তার সহকর্মীরা তাকে মেডিক্যালে যায় এবং কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়।
মো. গণি গোল্ডেন ড্রাগন টার্শিয়ারি প্রোডাকশনে (৪) বছর যাবত ওমান আল হিল চায়না মার্কেটে অধ্যাবসায়ের সাথে কাজ করে আসছিলেন এবং কোম্পানির বৃদ্ধি ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন।
গোল্ডেন ড্রাগন টার্শিয়ারি সংস্থাটি মো. গণির পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মেডিক্যালের কর্তব্যরত ডাক্তার মো.গণি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে মর্মে নিশ্চিত করেন এবং মৃত্যু কালে তার বয়স (১৯৯৫-২০২২) সাতাশ বছর।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply