মিরসরাই প্রতিনিধিঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় দাঁড়িয়ে থাকা বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক বাস যাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ বাজার এলাকায় চিটাগাং ফিড় এর সামনে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় বাস যাত্রী মোঃ উমরাজ মিয়া (৩০) ঘটনাস্থলে নিহত হন।
হাইওয়ে পুলিশের কুমিরা থানার ওসি আবদুল্লাহ জানান, মিরসরাইয়ের কমলদহ নামক স্থানে চট্রগ্রাম ফিড লিঃ এর সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে দিগন্ত পরিবহনের একটি বাস যাহার রেজি নং ঢাকা মেট্রো ব ১৪-১৬৯৯ দাড়ানো অবস্থায় পিছন দিক হতে আসা একটি কভার ভ্যান যাহার রেজি নং ঢাকা মেট্রো ট ১৩-৪৭৩৪ ধাক্কা দিলে বাসের পিছনে দাড়িয়ে থাকা বাসের যাএী মোঃ উমরাজ মিয়া (৩০) পিং হরমুজ সাং নদীর পাড় থানা ও জেলা হবিগঞ্জ সদর ঘটনাস্থলে নিহত হয়। বাস এবং কাভার্ডভ্যানের ড্রাইভার পলাতক আছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
Leave a Reply