ঢাকায় বসবাসরত চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম বিজনেস ফোরাম ঢাকার অভিষেক মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় বসবাসরত ব্যবসায়ীদের একক সংগঠন চট্টগ্রাম বিজনেস ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
সংগঠনটির আহ্বায়ক বিজিএমইএর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।
সংগঠনটির সদস্য সচিব সাঙ্গু গ্রুপের চেয়ারম্যান এম এ তাহের সংগঠনের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
২৪ঘণ্টা/এনএম
Leave a Reply