কৃত্রিম পা লাগিয়ে অভিনব কৌশলে ইয়াবা কারবার

পঙ্গুত্বের সুযোগ নিয়ে ইয়াবার কারবার করে আসছিলেন মো. আবদুর নুর সোহেল (৪৭) নামে এক যুবক। কৃত্রিম পা লাগিয়ে অভিনব এক কৌশলে ইয়াবা ব্যবসা শুরু করেন তিনি।

সোমবার (৩১ অক্টোবর) ভোরে নগরের শাহ আমানত সংযোগ সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। এ সময় কৃত্রিম পায়ের ভেতর লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসব তথ্য জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। গ্রেফতার মো.আবদুর নুর সোহেল কক্সবাজার জেলার চকরিয়া থানার গিয়াস উদ্দিনের বাড়ির মৃত কবির আহমদের ছেলে।

আব্দুর রহিম বলেন, ইয়াবা পাচারে এটি একটি নতুন কৌশল। পঙ্গু লোকজন মানুষের কাছে সিমপ্যাথি পায়।

মো. আবদুর নুর সোহেল সেই সুযোগ কাজে লাগিয়েছেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে নগরের শাহ আমানত সংযোগ সেতুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছি।

এ সময় কৃত্রিম পায়ের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আগে কোন তার বিরুদ্ধে মাদকের মামলা আছে কিনা সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।

২৪ঘণ্টা/এনএম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *