রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুুব দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, যুব ঋণ ও ক্রেস্ট বিতরণ।
১ নভেম্বর (মঙ্গলবার) সকালে রাউজান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান। এ সময় উপজেলা প্রশাসনের বিভাগীয় প্রধানগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ যুব সংগঠক, যুব সংগঠন, যুবকর্মীসহ আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ৩৩ জনকে ১৬ লক্ষ ৬০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।
২৪ঘণ্টা/এসএ
বার্তা প্রেরক :
নেজাম উদ্দিন রানা., রাউজান-১.১১.২২
Leave a Reply