চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট,মার্কেট খোলা রাখায় তিনদিনে ৩২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার।
রাতে উপজেলার চন্দনাইশ পৌরসভা, রওশন হাট, দোহাজারী পৌরসভা, বৈলতলী ইউনুস মার্কেট, বিজিসি ট্রাস্ট, গাছবাড়িয়া খাঁনহাট, চন্দনাইশ বাজার, মহাজন ঘাটা,
রায় জোয়ারা ও থানা মোড় এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক।
অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় মোট ৩২টি মামলায় ২২হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তার বলেন, অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩২টি দোকানকে জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply