এক মেয়ের তিন প্রেমিক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

এক মেয়ের সঙ্গে রিকাত, সাকিব ও হৃদয় নামে তিন যুবকেরে প্রেম। জানতো না কোনো প্রেমিকই। তবে ধরা পড়তেও লাগেনি বেশি সময়। তিন প্রেমিকের মাঝে প্রেমের বিষয়টি জানাজানি হলে পথের কাটা সরাতে রিকাতকে হত্যার পরিকল্পনা করে সাকিব ও হৃদয়।

গত ৩১ অক্টোবর বিকেলে বলিরহাটের কর্ণফুলী নদীর পাড়ে ঘুরতে যাচ্ছিল রিকাত। এ সময় স্লুইস গেটের পশ্চিম পাশে সাকিব,

হৃদয় ও তাদের সহযোগী আরমান, আরজু সানিফরা মিলে রিকাতকে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা মো. শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন।

আজ (বুধবার) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উপ—পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বাকলিয়া থানার বলিরহাটে রাকিবুল ইসলাম রিকাত নামে ঐ যুবককে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: চান্দগাঁও থানার ফুরিক্যার দোকান এলাকার মো. শফির ছেলে মো. গোলাম কাদের প্রকাশ হৃদয় (১৯) ও একই এলাকার মো. আবু তাহেরের ছেলে মো. সাকিব (২১)।

গত মঙ্গলবার (১ নভেম্বর) আনোয়ারা থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় সিএমপির উপ—পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, তাদের দেওয়া তথ্যমতে— চন্দনাইশ থানা এলাকার রুবেল নামে একব্যক্তির ভাড়াঘর থেকে হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়।

২৪ঘণ্টা/জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *