চট্টগ্রামের রাউজানে মো. সোহেল (৩৪) নামে অস্ত্রধারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গত রবিবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের খায়েজ আহমেদ চেয়ারম্যান সড়কের প্রবাসী জালাল আহমেদের ভিটের গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খায়েজ আহম্মদ চেয়ারম্যান নতুন বাড়ির প্রয়াত আবুল কালামের ছেলে।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল আমাদের সময়কে বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার যুবক অস্ত্র বিক্রির জন্য অবস্থানের কথা স্বীকার করলেও গত ৮ জুলাই শুক্রবার কোরবানির পশুর হাট থেকে গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে উরকিরচর ইউনিয়নের দেওয়ানজিঘাট এলাকায় মৌসুমী গরু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভুক্তভোগীর করা মামলার আসামী।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু ও পূর্বে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply