ঘর ভাড়া দেওয়া হবে এমন টু-লেট দেখে প্রথমে বাসায় ঢুকেন আলমগীর ও শাকিল আহমেদ, পরে একজন দরোয়ানের সাথে গল্পের বিভোরে মগ্ন আর একজন ব্যস্ত হলেন মালামাল চুরির মগ্নে। এভাবেই পানির ট্যাব শাওয়ারসহ বিভিন্ন মালামাল চুরি করে পালিয়ে যায় দুজন। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে আকবরশাহ এলাকার রেলওয়ে হাউজিং সোসাইটিতে ঘটে এমন ঘটনা। পরদিনই এ ঘটনায় নগরীর আকবরশাহ থানায় মামলা দায়ের করেন বাড়ির মালিক।
এদিকে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই মালামালও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সাতকানিয়া থানার ছমাদার পাড়ার মৃত আমির হামজার ছেলে মো. আলমগীর (৫০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রর্ত্যুল্ল্যা এলাকার হাজী শাহ আলমের ছেলে মো. শাকিল আহমদ সাজু (৪০)।
গত বুধবার (২ নভেম্বর) বায়েজিদ ও পাঁচলাইশ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গতকাল অভিযান চালিয়ে বায়েজিদ ও পাঁচলাইশ থানা এলাকা থেকে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে চুরির মালামালও উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র,
চুরিসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা ও শাকিলের বিরুদ্ধেও বিভিন্ন থানায় অস্ত্র আইনে ৩টিসহ মোট ৯টি মামলা রয়েছে। তাদের গতকাল ৩রা নভেম্বর বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply