চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় এলাকায় একটি জাহাজে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল ২ টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথর ঘাটা এলাকার মামুনুল হকের জেটিতে হামিদা দুজা লিমিটেডের এফবি ক্রিস্টাল এইড নামক জাহাজে এ ঘটনা ঘটে।
হামিদা দুজা লিমিটেডের ম্যানেজার এস এম মঈনুদ্দিন জানান, দুই বছর আগে এফবি ক্রিস্টাল এইড জাহাজটি দুর্ঘটনার স্বীকার হয়ে সাগরে ডুবে গিয়েছিল। জাহাজটি উদ্ধার করে এনে মেরামতের কাজ চলছিল।
এসময় জাহাজের ভিতরে মট তৈরি করার সময় জাহাজে আগুন লেগে যায়। ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জাহাজের ভিতরের অংশ পুড়ে চাই হয়ে যায়। এতে আমাদের বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে।
লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার কামরুজ্জামান বলেন, এফবি ক্রিস্টাল নামক জাহাজটিতে মেরামতের কাজ চলার সময় আগুন লেগে যায়।
খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ফায়ার ইউনিট এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply