সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ রানে জিতেছে অস্ট্রেলিয়া। তবে প্রত্যাশিত জয় পায়নি স্বাগতিক ও সর্বশেষ আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ থেকে সেমিফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড।
কিউইদের সমানই পয়েন্ট তুলেছে অজিরা। কিন্তু প্রথম ম্যাচে বড় হার, শেষ ম্যাচে ছোট্ট জয়ের কারণে নেট রান রেটে পিছিয়ে থাকায় বিদায় ঘণ্টা বেজে ওয়ার্নার-কামিন্সদের।
এখন শ্রীলঙ্কার পানে চেয়ে থাকা ছাড়া উপায় নেই অস্ট্রেলিয়ার। শনিবার গ্রুপ ওয়ান-এর শেষ ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। নেট রান রেটে ইংলিশরা এগিয়ে থাকায় ওই ম্যাচে শ্রীলঙ্কার জয় ভিন্ন সেমিফাইনালে যাওয়ার সুযোগ নেই অজিদের।
পাঁচ ম্যাচে সাত পয়েন্ট তুলেছে নিউজিল্যান্ড। তাদের নেট রান রেট +২.১১৩ হওয়ায় গ্রুপ সেরা হওয়াও এক প্রকার নিশ্চিত তাদের। অন্যদিকে অস্ট্রেলিয়াও ৭ পয়েন্ট তুলেছে। তবে তাদের নেট রান রেট -০.১৭৩। ইংল্যান্ডের পয়েন্ট চার ম্যাচে পাঁচ। তাদের নেট রান রেট +০.৫৪৭। শেষ ম্যাচে লঙ্কানদের হারালেই ইংলিশদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। হারলে নিতে হবে বিদায়।
২৪ঘণ্টা/এনআর
Leave a Reply