রাউজানের হোয়ারাপাড়ায় দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার পূর্ব গুজরায় হোয়ারাপাড়ার সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে মহাবোধি চত্বর-বিশুদ্ধানন্দ মণ্ডপে এই চীবরদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯ তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো।উদ্বোধক ছিলেন জ্ঞানানন্দ মহাথের।রতনশ্রী মহাথেরের সভাপতিত্বে আশীর্বাদক ছিলেন আনন্দমিত্র মহাথের,প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত বোধিমিত্র মহাথের। প্রধান বক্তা অতিথি ছিলেন বিশ্ব বৌদ্ধ জোটের সভাপতি ডা: পর্ণচাই পালওয়াধম্মো পিন্যাপং, ড. সুব্রত বরণ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন দেবানন্দ মহাথের, সুমেধানন্দ মহাথের, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ, সাহাবুউদ্দিন আরিফ, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক এম রমজান আলী, সুভাষ চন্দ্র বড়ুয়া, ডা: স্বপন চন্দ্র বড়ুয়া,স্বপন কান্তি বড়ুয়া, তাপস বড়ুয়া।

আরো অতিথি ছিলেন থাইল্যান্ডের মিঃ চৈতসিত সংসুরীওয়াচরা, চুলিওয়ান হাচাইওয়াত,কিটুন্যা সিরিখাম, ডাঃ সবুজ বড়ুয়া, মিথিলা চৌধুরী।কারুণানন্দ ভিক্ষু, জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু ও রনি বড়ুয়ার যৌথ সঞ্চালনায় শুরুতেই পঞ্চশীল প্রার্থনা করেন অমল কান্তি বড়ুয়া।ধন্যবাদ জ্ঞাপন জানান মনোতোষ বড়ুয়া। উপস্থিত ছিলেন প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, সাংবাদিক রতন বড়ুয়া।

এই উৎসবকে ঘিরে হোয়ারাপাড়ার সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে বিশাল মেলা বসে। উৎসবে দেশি-বিদেশি থেকে আগত বৌদ্ধ ধর্মীয় অনুসারী কয়েক হাজার নারী পুরুষদের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে উঠে।সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন ও রাতে অনুষ্ঠিত হয় গ্রামের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৪ঘণ্টা/এসএ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *