রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরজাল জব্দ করেছে রাউজান উপজেলা প্রশাসন।
৪ নভেম্বর(বৃহস্পতিবার) সন্ধ্যায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে নদীর নোয়াজিশপুর ইউনিয়নের ইন্দিরা ঘাট, নদীমপুর, পশ্চিম ফতেহ নগর এলাকায় এই অভিযান চলে। অভিযানে সহযোগিতা করেন রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
এ সময় হালদা নদীতে জাল বসিয়ে মাছ শিকার করার অপরাধে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে দশহাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার বলেন, হালদা নদীর মা মাছ, ডলফিন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
২৪ঘণ্টা/এসএ
Leave a Reply