ডাচদের কাছে হেরে বিদায় দ. আফ্রিকার

অ্যাডিলেড ওভালে ঘটলো আরেকটি অঘটন। ইতিহাস গড়লো নেদারল্যান্ডস। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে ১৩ রানে হারিয়ে দিয়েছে ডাচরা। সে সঙ্গে প্রোটিয়াদের বিদায় নিশ্চিত করে দিয়েছে তারা এবং সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য দারুন সুযোগ তৈরি করে দিলো নেদারল্যান্ডস।

পরের ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার বিজয়ী দল‌ই ভারতের সঙ্গে উঠে যাবে সেমিফাইনালে। সাকিব-বাবরদের দুই দলেরই পয়েন্ট সমান ৪ করে।

অ্যাডিলেড ওভালে টস হেরে ব্যাট করতে নেমে অসাধারণ খেলেছিলো নেদারল্যান্ডস। মাত্র ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৮ রান।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৫ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকা।

২৪ঘণ্টা/এনআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *