দেশের সাথে মিল রেখে আমিরাতের দুই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু

আরব আমিরাত প্রতিনিধি: দেশের সাথে মিল রেখে ঢাকা বোর্ডের অধীনে আমিরাতের ২ টি স্কুলেও এইচএসসি পরীক্ষা শুরু হযেছে।

আবুধাবিস্থ শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ স্কুল ও এন্ড কলেজ থেকে মোট ২৬ জন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। তাদের মধ্যে ২৫ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত। মোট পরীক্ষার্থীর ১৫ জন ছাত্র ও ১১ ছাত্রী। এদের মধ্যে ১৬ জন সাইন্স এবং ১০ জন কমার্সের পরীক্ষাথী। সবাই কিন্তু ইংরেজী মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন।

আজকের পরীক্ষায কেন্দ্র নিয়ন্ত্রকের দায়িত্বে আছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মিসেস লুৎফর নাহার নাজিম। এবং হল সুপারের দায়িত্বে আছেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরণ আকতার।

এদিকে দুবাই বাংলাদেশ কনসুলেটের তত্বাবধায়নে রাস আল খাইমাস্হ বাংলাদেশ স্কুল এন্ড কলেজে ১৯ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এদের মধ্যে ৮ জন সাইন্সে এবং ১১ জন কমার্স গ্রুপ হতে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার্থীদের মধ্যে ১২ জন ছাত্র এবং ৭ জন ছাত্রী। সবাই ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে দিলেন দুবাই কনসুলেটের দ্বিতীয় সচিব মানিক রন্জন। এবং হল সুপারের দায়িত্বে ছিলেন স্কুল অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান।

শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবক সবাই এবারের পরীক্ষায় ভাল ফলাফলের আশাবাদি।

২৪ঘণ্টা/এসএ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *